#সঙ্গি
একাকি জীবনে তোমার বিচরণ
হেটে চলি তোমারি মতন
ভাল লাগে তোমারি কথার ধরণ
তাই হয়েছি আমি তোমারি মতন
আশা ভরসা রেখেছি গোপন
তোমার সাথে চলা আমার নতুন জীবন
ভালবেসেছি তোমারি মতন
একা চলার পথে সঙ্গি যখন
বিশ্বাস দিয়ে করলে আপন
নিজে না ভেবে,ভাব আপন
আমার পাশে থাকো কতক্ষন
তোমারি আগমনে আজ আমার
জীবন পরিপূর্ণ
আজ একাকি পথে সঙ্গি দুজন
হেটে চলি অজানা সুখের পথে
#Subrata😔😔
No comments:
Post a Comment
Thank you dear