Untold Story: সুরের মাঝে

Tuesday, 19 February 2019

সুরের মাঝে

#সুরের মাঝে

একাকি রাতের সঙ্গীত তুমি
আমার গানের সুর।
তোমার ভালবাসায় বাধবো আমি
আমার  স্বপ্ন সুর।
আমার মাঝে তোমার দেখা
ভালোবাসার নেইতো রেখা
তোমার আমার  স্বপ্ন দেখা
এক গানেরি সুর।
তোমার চলার পথে আমি
এলাম হতে সঙ্গি আমি
ভালোবাসার স্বপ্ন পথে
সুর হয়েছি তুমি আমি।
এমন ভাবে দিনটি চলে
ভালোবাসার সুরের সাথে
নানা রকম ছন্দে
তাইতো তোমায় ভাবি।

#Subrata_Das

4 comments:

Thank you dear

পরিপূর্ণ

#পরিপূর্ণ অনুভূতির টানাপড়নে অনেক কিছুই শূণ্য হয়তো আজ আছো তুমি অন্য কারো তে পূর্ণ। আমিতো আছি সেই আগের মতো অনুভূতি হীন শূণ্য, হয়ত...