Untold Story: বসন্ত

Thursday, 21 February 2019

বসন্ত

 ## বসন্ত

ফুলের সুবাসে মন ভাসে
নতুন দিনের মধ্য মাঝে
কবির কথায় মনে বাজে,
ফুল ফুটুক আর নাই ফুটুক
বসন্ত এসে গেছে।
বসন্তের সুরেতে
মন সেজেছে রঙেতে।
ফুলের গন্ধে মন ভেসে
বসন্ত এসে গেছে।


#Subrata

No comments:

Post a Comment

Thank you dear

পরিপূর্ণ

#পরিপূর্ণ অনুভূতির টানাপড়নে অনেক কিছুই শূণ্য হয়তো আজ আছো তুমি অন্য কারো তে পূর্ণ। আমিতো আছি সেই আগের মতো অনুভূতি হীন শূণ্য, হয়ত...