Untold Story: 02/23/19

Saturday, 23 February 2019

দূর অজানাই

     #দূর অজানাই


হাজার স্বপ্ন হাজার ইচ্ছে
উড়ে গেছে বাতাসে,
শূন্য হৃদয় শূন্য মন,
পরে আছে তোমার কাছে।
আবেগহীন শূন্য হৃদয় স্পর্শ করে
অনন্ত কালের ব্যাথা বেদনাকে,
ফিরে যেতে চাইলেও আগের মত
আবেগটা আর ফেরে না।
হয়তো চলে গেছি আমি,
মৃত্যু পুরির শেষ ঠিকনায় ,
যেখান থেকে না আসা যায় ফিরে
চলে যায় আবেগহীন অজানাই।

জানি না ভাবনাগুলো এমন হয়? 
সত্যিই যাব অজানাই,
সেখানে থাকব কাটাবো জীবন
রাখবো না কারো স্মরণ।
এটাই আমার শেষ ইচ্ছে
থাকব আমি দূর অজানাই।

         #Subrata

পরিপূর্ণ

#পরিপূর্ণ অনুভূতির টানাপড়নে অনেক কিছুই শূণ্য হয়তো আজ আছো তুমি অন্য কারো তে পূর্ণ। আমিতো আছি সেই আগের মতো অনুভূতি হীন শূণ্য, হয়ত...