#আমার ভালোবাসা
আকাশের চাঁদের মত থাকব আমি জেগে
দিনের ভয়ে কখনো যাব না ঢেকে,
হয়তো কিছু সময় থাকবো দূরে
মনতো তোমারি মধ্যে রবে।
কখনো থাকবো না দূরে,
কারণ আমি আছি তোমার মনের অদূরে
যেখানে আছে জমানো স্বপ্ন ভালোবাসা
সেই খানেতে থাকব আমি ,
এইটাই তোমার আমার আশা
এমন ভাবে থাকব আমি,
তোমার আশেপাশে
ভালোবেসে যাব আজীবন
তোমারই মনের দেশে।
#Subrata_Das