#সুরের মাঝে
একাকি রাতের সঙ্গীত তুমিআমার গানের সুর।তোমার ভালবাসায় বাধবো আমিআমার স্বপ্ন সুর।আমার মাঝে তোমার দেখাভালোবাসার নেইতো রেখাতোমার আমার স্বপ্ন দেখাএক গানেরি সুর।তোমার চলার পথে আমিএলাম হতে সঙ্গি আমিভালোবাসার স্বপ্ন পথেসুর হয়েছি তুমি আমি।এমন ভাবে দিনটি চলেভালোবাসার সুরের সাথেনানা রকম ছন্দেতাইতো তোমায় ভাবি।
#Subrata_Das