#দূর অজানাই
#Subrata
হাজার স্বপ্ন হাজার ইচ্ছে
উড়ে গেছে বাতাসে,
শূন্য হৃদয় শূন্য মন,
পরে আছে তোমার কাছে।
আবেগহীন শূন্য হৃদয় স্পর্শ করে
অনন্ত কালের ব্যাথা বেদনাকে,
ফিরে যেতে চাইলেও আগের মত
আবেগটা আর ফেরে না।
হয়তো চলে গেছি আমি,
মৃত্যু পুরির শেষ ঠিকনায় ,
যেখান থেকে না আসা যায় ফিরে
চলে যায় আবেগহীন অজানাই।
জানি না ভাবনাগুলো এমন হয়?
সত্যিই যাব অজানাই,
সেখানে থাকব কাটাবো জীবন
রাখবো না কারো স্মরণ।
এটাই আমার শেষ ইচ্ছে
থাকব আমি দূর অজানাই।
#Subrata
No comments:
Post a Comment
Thank you dear