Untold Story: 02/17/19

Sunday, 17 February 2019

তোমারি অপেক্ষায়

# তোমারি অপেক্ষায়

কবে আসবে সেইদিন যেইটা আমি চাই?
কবে আসবে সেই সময় যেইটার আমি অপেক্ষায়
আসবে কি আমার হয়ে
আমার স্বপ্নের সেই দিন হয়ে।
জানি না পাব কিনা?
তারপরও তোমারি জন্যে আমার সেই অপেক্ষা।
তুমি এসো আমার কাছে
আমার দরজা তোমারি জন্যে খোলা আছে
আপন পথে তুমি আমার মাঝে এসো।
তোমার অপেক্ষায় আমার প্রতিটি প্রহর
একাকি তোমারি জন্যে রইব।


#Subrata

পরিপূর্ণ

#পরিপূর্ণ অনুভূতির টানাপড়নে অনেক কিছুই শূণ্য হয়তো আজ আছো তুমি অন্য কারো তে পূর্ণ। আমিতো আছি সেই আগের মতো অনুভূতি হীন শূণ্য, হয়ত...