Untold Story: পরিপূর্ণ

Sunday, 22 December 2019

পরিপূর্ণ

#পরিপূর্ণ

অনুভূতির টানাপড়নে অনেক কিছুই শূণ্য
হয়তো আজ আছো তুমি
অন্য কারো তে পূর্ণ।
আমিতো আছি সেই আগের মতো
অনুভূতি হীন শূণ্য,
হয়তো বদলেছে অভ্যাস
পাল্টেছে স্বপ্ন।
তবুও আমি আছি সেই আগের মতই
নিজেতেই নিজে পরিপূর্ণ।

No comments:

Post a Comment

Thank you dear

পরিপূর্ণ

#পরিপূর্ণ অনুভূতির টানাপড়নে অনেক কিছুই শূণ্য হয়তো আজ আছো তুমি অন্য কারো তে পূর্ণ। আমিতো আছি সেই আগের মতো অনুভূতি হীন শূণ্য, হয়ত...