Untold Story

Saturday, 23 February 2019

দূর অজানাই

     #দূর অজানাই


হাজার স্বপ্ন হাজার ইচ্ছে
উড়ে গেছে বাতাসে,
শূন্য হৃদয় শূন্য মন,
পরে আছে তোমার কাছে।
আবেগহীন শূন্য হৃদয় স্পর্শ করে
অনন্ত কালের ব্যাথা বেদনাকে,
ফিরে যেতে চাইলেও আগের মত
আবেগটা আর ফেরে না।
হয়তো চলে গেছি আমি,
মৃত্যু পুরির শেষ ঠিকনায় ,
যেখান থেকে না আসা যায় ফিরে
চলে যায় আবেগহীন অজানাই।

জানি না ভাবনাগুলো এমন হয়? 
সত্যিই যাব অজানাই,
সেখানে থাকব কাটাবো জীবন
রাখবো না কারো স্মরণ।
এটাই আমার শেষ ইচ্ছে
থাকব আমি দূর অজানাই।

         #Subrata

Friday, 22 February 2019

আমার ভালোবাসা

#আমার ভালোবাসা


আকাশের চাঁদের মত থাকব আমি জেগে
দিনের ভয়ে কখনো যাব না ঢেকে,
হয়তো কিছু  সময় থাকবো দূরে
মনতো তোমারি মধ্যে রবে।
কখনো থাকবো না দূরে,
কারণ আমি আছি তোমার মনের অদূরে
যেখানে আছে জমানো স্বপ্ন ভালোবাসা
সেই খানেতে থাকব আমি ,
এইটাই তোমার আমার আশা
এমন ভাবে থাকব আমি,
তোমার আশেপাশে
ভালোবেসে যাব আজীবন
তোমারই মনের দেশে।


#Subrata_Das


Thursday, 21 February 2019

বসন্ত

 ## বসন্ত

ফুলের সুবাসে মন ভাসে
নতুন দিনের মধ্য মাঝে
কবির কথায় মনে বাজে,
ফুল ফুটুক আর নাই ফুটুক
বসন্ত এসে গেছে।
বসন্তের সুরেতে
মন সেজেছে রঙেতে।
ফুলের গন্ধে মন ভেসে
বসন্ত এসে গেছে।


#Subrata

Tuesday, 19 February 2019

সুরের মাঝে

#সুরের মাঝে

একাকি রাতের সঙ্গীত তুমি
আমার গানের সুর।
তোমার ভালবাসায় বাধবো আমি
আমার  স্বপ্ন সুর।
আমার মাঝে তোমার দেখা
ভালোবাসার নেইতো রেখা
তোমার আমার  স্বপ্ন দেখা
এক গানেরি সুর।
তোমার চলার পথে আমি
এলাম হতে সঙ্গি আমি
ভালোবাসার স্বপ্ন পথে
সুর হয়েছি তুমি আমি।
এমন ভাবে দিনটি চলে
ভালোবাসার সুরের সাথে
নানা রকম ছন্দে
তাইতো তোমায় ভাবি।

#Subrata_Das

Monday, 18 February 2019

শুভ সকাল


শুভ সকাল🌄❤

ভোরের ওই পাখির  ডাকে
ভাঙলো আমার ঘুম।
দিনের শুরুতে কেমন হবে
তাই ভাবি নিঝুম।
ভোরের আকাশে কুয়াশা ভাসে
সূর্য দেয় হাসি😄
মনের আনন্দে ঘুম থেকে
জেগে আমি উঠি।
মনের মাঝে খুশি জাগে
সূয্যি মামাকে ডাকি
তাইতো এখন সকাল হলো
শুভ সকাল সবারি।

#Subrata_Da

Sunday, 17 February 2019

তোমারি অপেক্ষায়

# তোমারি অপেক্ষায়

কবে আসবে সেইদিন যেইটা আমি চাই?
কবে আসবে সেই সময় যেইটার আমি অপেক্ষায়
আসবে কি আমার হয়ে
আমার স্বপ্নের সেই দিন হয়ে।
জানি না পাব কিনা?
তারপরও তোমারি জন্যে আমার সেই অপেক্ষা।
তুমি এসো আমার কাছে
আমার দরজা তোমারি জন্যে খোলা আছে
আপন পথে তুমি আমার মাঝে এসো।
তোমার অপেক্ষায় আমার প্রতিটি প্রহর
একাকি তোমারি জন্যে রইব।


#Subrata

Thursday, 14 February 2019

কানা সাহেব














                        #কানা_সাহেব 😊😊


 প্রতি দিনের মত আজও সকালটা শুরু হলো।কিন্তু আজকের সকালটা যেনো অন্য রকম একটা অনুভূতি কাজ করছে।কারণটা অবশ্য অজানা নয়,কারণ আজকের দিনে তোমাকে প্রথম দেখেছিলাম। সেদিনটি ছিল বসন্তের ২য় দিন।হালকা শীত হালকা গরমের সময়।অন্য রকম একটা পরিবেশ ঠিক যেমনটি আজ।ভাবতে ভাবতে ভাবনার জগতে প্রবেশ করলাম.................

চাকরির জন্য বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম।আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণটা অবশ্য এই হালকা ঠান্ডা যার কারণে ঘুম এতো জড়িয়ে আসে। বেড়িয়ে পড়ে তাড়াতাড়ি হাটতে লাগলাম।আজকে যেনো পথ আর স
শেষ হচ্ছে না।প্রাণপণে হাটছি,অন্য দিকে কোনো খেয়াল নেই।হঠাৎ কিসের সাথে যেনো ধাক্কা লাগলো,বুঝে ওঠার আগেই.....
এই আপনি চোখে দেখেন না???😡😡(একটা মেয়ে কন্ঠ)
#না মানে,,,,😲😲
_কি এতো মানে মানে করছেন? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে?? মনে হয় না এই চালাকি আমি বুঝি না? এখনো সময় আছে ভালো হয়ে যান।😡😡😡
_দেখেন আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন।আমি আসলে খেয়াল করিনি।ভুল করে লেগে গেছে।😔😔😔( আমি)

_আচ্ছা ঠিক আছে।নেক্সট টাইম দেখে চলবেন🙂🙂
_হুম।।

তারপর চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। আর সেই চাকরিটা আমি পেয়ে যায়।আমি এই খুশিতে ওই মেয়েটার কথা প্রায় ভুলেই যায়।
এর মাঝে একদিন চাকরি থেকে বাড়ি ফিরছি  ......
_এইযে কানা সাহেব কেমন আছেন???😁😁
_ভাল ,আপনি???
_ভাল।কোথায় যাচ্ছেন?? বাড়িতে নাকি??
_হ্যা,(মেয়েটাকে সেদিন খুব কাছে থেকে আর ভাল মুডে দেখছিলাম তাই যেন তাকে দেখে মুখ দিয়ে কথা বার হচ্ছিলো না।মেয়েটা খুব সুন্দরী বলা যায় না তবে কেউ অসুন্দরী বলতে পারবে না)
_আচ্ছা কানা সাহেব আপনার নাম কি?
_আমি শুভ্র।আপনার নাম কী?
_আমি দৃষ্টি।
_আচ্ছা থাকেন।আমি বাড়িতে যাই?
_আমিও বাড়িতে যাব।কোনদিকে যাবেন আপনি??
_আমি নন্দনপুর থেকে ডানের রোডে ২ কিমি গেলেই আমার বাড়ি।
_ আরে আমার বাড়িতো নন্দনপুরে।চলেন একসাথে যায়।
আমার কেমন জানি না বলতে ইচ্ছে হলো না।বরং আর ভালো লাগছিল।তাই একসাথে গেলাম।
এরপর থেকে প্রায় দিন সন্ধ্যায় একসাথে বাড়ি যেতাম।এইভাবে চলতে চলতে কখনযে দৃষ্টির প্রেমে পরে গেলাম একটুও বুঝতে পারিনি। আমি দৃষ্টি কে খুব ভালোবাসি কিন্তু এই কথা তাকে বলতে পারিনি।।

একদিন সন্ধ্যায় দৃষ্টি পড়ে এসে দাড়িয়ে আমাকে ফোন দেয়।আমি অফিস ছুটি দিলে চলে আসি।আজ দৃষ্টি কে কেমন জানি বিচলিত লাগছে।তবে মেয়ে আজ শাড়ি পরে এসেছে ,পরীর মত লাগছে।

_কানা সাহেব তুমি আমাকে বিয়ে করবে??(দৃষ্টি)
_আনে??কেনো কি হয়ছে আমাকে বলো?
_ বাড়ি থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চাইছে।বাট আমি করব না।আমি ভেবেছিলাম তুমি আমাকে প্রোপোজ করবে বাট করো নি।আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।আমি তোমাকে ছাড়া বাচবো না।(এক গড়াগড় কথা গুলো বলে আমার মুখের দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে আছে)😔😔😔


কানা সাহেব কোথায় তুমি? চলো আমি রেডি।
ভ্রম ভাঙলো আর সাথে আমার মুখে একটা হাসি নিয়ে বললাম..... চলো মহারানি আজকের দিনটা শুধুমাত্র তোমার❤❤❤


#Subrata_Das

Wednesday, 13 February 2019

সঙ্গী

#সঙ্গি

একাকি জীবনে তোমার বিচরণ
হেটে চলি তোমারি মতন
ভাল লাগে তোমারি কথার ধরণ
তাই হয়েছি আমি তোমারি মতন
আশা ভরসা রেখেছি গোপন
তোমার সাথে চলা আমার নতুন জীবন
ভালবেসেছি তোমারি মতন
একা চলার পথে সঙ্গি যখন
বিশ্বাস দিয়ে করলে আপন
নিজে না ভেবে,ভাব আপন
আমার পাশে থাকো কতক্ষন
তোমারি আগমনে আজ আমার
জীবন পরিপূর্ণ
আজ একাকি পথে সঙ্গি দুজন
হেটে চলি অজানা সুখের পথে

#Subrata😔😔

মিস লেট

গল্প:💗💗💗মিস লেট

এই নিধি কোথায় তুই??
আমি:এইতো ঘুমায়।
ওই ভার্সিটি  যাবি না?
আমি:হ্যা যাবতো। কয়টা বাজে  এখন?
10টা বাজতে গেল। ওঠ তারাতারি।
আমি ওঠে বাথরুমে গেলাম ফ্রেস হতে। পরিচয়টা দিয় আমি নিধি। আর যার সাথে কথা বললাম ওইটা আমার বান্ধবী।
আজ ভার্সিটিতে প্রথম দিন। তাও দেরি হয়ে গেল। আমার কলেজ লাইফে সব কিছু করতে লেট হয় বলে আমাকে সবাই মিস লেট বলে ডাকে।
কিরে মঙ্গল গ্রহে চলে গেলি নাকি??(বান্ধবীর ডাকে বতমানে ফিরে আসলাম)
আমি:ওকে ।আমি  রেডি চলল
বান্ধবী :হুম চলল।

ভার্সিটিতে আজ আমার প্রথম  দিন।কেমন জানি লাগছে। তারপরও ঠিক ভাবে কলেজে গেলাম। আমার বন্ধবী অন্য ডিপাটমেন্টে হওয়ায় ও ওর ক্লাসে চলে গেলো ।আমি আমার ক্লাস খুঁজতে খুঁজতে  দেরি হয়ে গেলো এবং খুজেও পেলাম। ক্লাসে গিয়ে দেখি স্যার রুমে।স্যারের  অনুমতি নিয়ে রুমে প্রবেশ করি। বাট একটা সমস্যা দেখা দেয় রুমে একটা সিটও খালি নেই। তবে শেষের দিকে একা একটা ছেলে বসে আছে। আমি গিয়ে ছেলেটার পাশে বসলাম।
ছেলেটা তার পাশে বসা দেখে এমন ভাব করছে আমি যেনো কত বড় একটা অন্যায় কাজ করেছি তার পাশে বসে।
তবে ছেলেটা দেখতে ভালই। সাধারণ সিমপিল পোশাক। বোঝা যায় অনেক কষ্ট করে পড়ালেখা করছে।
সেদিন ভাল মত ক্লাস করে বাসায় ফিরি। সব কিছুই ঠিকঠাক ছিল বাট আমি ছেলেটার তাকানোর স্টাইলটা ভুলতে পারছি না। ক্যনো জানি  কেমন কেমন ফিল হতে লাগল।

তারপর থেকে প্রতিদিনই ওই ছেলেটাকে একটু একটু ফলো করতাম। কিন্তু কখনো নাম জানার সাহস টুকু হয়নি।  তবে খুব ভাল লাগত ছেলে টাকে। মাঝে মাঝে মনে হত ছেলেটাও আমার দিকে  তাকায়। আর এভাবেই কেটে যায় আমাদের 2টা বছর। শুধু ছেলেটার দিকে তাকানো ছাড়া এই 2 বছরে নামটাও জানতে পারিনি।
ক্যনো জানি এইকয় দিন মনের ভেতর একটা জিদ চেপে বসল। আজ যে ভাবেই হোক আমার মনের কথা বলবোই। তাই আজ শাড়ি পড়লাম। নীল রঙের একটা শাড়ি। আর একটু সাজুগুজু করলাম। তারপর ভার্সিটি যাই। বাট আজকে ছেলেটাকে কোথায় খুঁজে পাচ্ছি না। কেমন জানি চিন্তা হতে লাগল। এই 2 বছরে ছেলেটাকে শুধু  একজনের সাথে মিশতে ও কথা বলতে দেখেছে। আর সেই ছেলেটার বন্ধু না???
আমি:ভাইয়া আপনার বন্ধু কোথায়?
ভাই:কে আপু? আপনি কি শুভ্রের কথা বলছেন?
(আজ প্রথম ছেলেটার নাম জানলাম)
আমি :হ্যা ভাইয়া। কোথায় ও??
ভাইয়া :আপনি জানেন না???  শুভ্র তো হাসপাতালে।
(মনের ভেতর কেমন জানি হয়ে ওঠল। একপ্রকার কান্নার মত হয়ে গেলাম)
আমি:কি হয়েছে ওনার???
ভাইয়া:শুভ্রোর তো 2 টা কিডনি নষ্ট হয়ে গেছে 😢😢😢
কি বলছেন এসব। ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। খুব কান্না পাচ্ছে। আমি ক্যনো সব কিছুতে এত দেরি করি। এসব ভাবতে ভাবতে  রাস্তা পার হবার সময় একটা বাস এসে আমাকে ধাক্কা দেয়। চোখের সমনে সব কিছু অন্ধকার হয়ে আসে। আমি আমার বান্ধবীকে শুধু একটা মেসেজ করি ""আমার কিডনী দুইটি যেনো শুভ্র কে দেয়""

#লেখক:মিস লেটের বয়ফ্রেন্ড

পরিপূর্ণ

#পরিপূর্ণ অনুভূতির টানাপড়নে অনেক কিছুই শূণ্য হয়তো আজ আছো তুমি অন্য কারো তে পূর্ণ। আমিতো আছি সেই আগের মতো অনুভূতি হীন শূণ্য, হয়ত...