#কানা_সাহেব 😊😊
প্রতি দিনের মত আজও সকালটা শুরু হলো।কিন্তু আজকের সকালটা যেনো অন্য রকম একটা অনুভূতি কাজ করছে।কারণটা অবশ্য অজানা নয়,কারণ আজকের দিনে তোমাকে প্রথম দেখেছিলাম। সেদিনটি ছিল বসন্তের ২য় দিন।হালকা শীত হালকা গরমের সময়।অন্য রকম একটা পরিবেশ ঠিক যেমনটি আজ।ভাবতে ভাবতে ভাবনার জগতে প্রবেশ করলাম.................
চাকরির জন্য বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম।আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণটা অবশ্য এই হালকা ঠান্ডা যার কারণে ঘুম এতো জড়িয়ে আসে। বেড়িয়ে পড়ে তাড়াতাড়ি হাটতে লাগলাম।আজকে যেনো পথ আর স
শেষ হচ্ছে না।প্রাণপণে হাটছি,অন্য দিকে কোনো খেয়াল নেই।হঠাৎ কিসের সাথে যেনো ধাক্কা লাগলো,বুঝে ওঠার আগেই.....
এই আপনি চোখে দেখেন না???😡😡(একটা মেয়ে কন্ঠ)
#না মানে,,,,😲😲
_কি এতো মানে মানে করছেন? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে?? মনে হয় না এই চালাকি আমি বুঝি না? এখনো সময় আছে ভালো হয়ে যান।😡😡😡
_দেখেন আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন।আমি আসলে খেয়াল করিনি।ভুল করে লেগে গেছে।😔😔😔( আমি)
_আচ্ছা ঠিক আছে।নেক্সট টাইম দেখে চলবেন🙂🙂
_হুম।।
তারপর চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। আর সেই চাকরিটা আমি পেয়ে যায়।আমি এই খুশিতে ওই মেয়েটার কথা প্রায় ভুলেই যায়।
এর মাঝে একদিন চাকরি থেকে বাড়ি ফিরছি ......
_এইযে কানা সাহেব কেমন আছেন???😁😁
_ভাল ,আপনি???
_ভাল।কোথায় যাচ্ছেন?? বাড়িতে নাকি??
_হ্যা,(মেয়েটাকে সেদিন খুব কাছে থেকে আর ভাল মুডে দেখছিলাম তাই যেন তাকে দেখে মুখ দিয়ে কথা বার হচ্ছিলো না।মেয়েটা খুব সুন্দরী বলা যায় না তবে কেউ অসুন্দরী বলতে পারবে না)
_আচ্ছা কানা সাহেব আপনার নাম কি?
_আমি শুভ্র।আপনার নাম কী?
_আমি দৃষ্টি।
_আচ্ছা থাকেন।আমি বাড়িতে যাই?
_আমিও বাড়িতে যাব।কোনদিকে যাবেন আপনি??
_আমি নন্দনপুর থেকে ডানের রোডে ২ কিমি গেলেই আমার বাড়ি।
_ আরে আমার বাড়িতো নন্দনপুরে।চলেন একসাথে যায়।
আমার কেমন জানি না বলতে ইচ্ছে হলো না।বরং আর ভালো লাগছিল।তাই একসাথে গেলাম।
এরপর থেকে প্রায় দিন সন্ধ্যায় একসাথে বাড়ি যেতাম।এইভাবে চলতে চলতে কখনযে দৃষ্টির প্রেমে পরে গেলাম একটুও বুঝতে পারিনি। আমি দৃষ্টি কে খুব ভালোবাসি কিন্তু এই কথা তাকে বলতে পারিনি।।
একদিন সন্ধ্যায় দৃষ্টি পড়ে এসে দাড়িয়ে আমাকে ফোন দেয়।আমি অফিস ছুটি দিলে চলে আসি।আজ দৃষ্টি কে কেমন জানি বিচলিত লাগছে।তবে মেয়ে আজ শাড়ি পরে এসেছে ,পরীর মত লাগছে।
_কানা সাহেব তুমি আমাকে বিয়ে করবে??(দৃষ্টি)
_আনে??কেনো কি হয়ছে আমাকে বলো?
_ বাড়ি থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চাইছে।বাট আমি করব না।আমি ভেবেছিলাম তুমি আমাকে প্রোপোজ করবে বাট করো নি।আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।আমি তোমাকে ছাড়া বাচবো না।(এক গড়াগড় কথা গুলো বলে আমার মুখের দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে আছে)😔😔😔
কানা সাহেব কোথায় তুমি? চলো আমি রেডি।
ভ্রম ভাঙলো আর সাথে আমার মুখে একটা হাসি নিয়ে বললাম..... চলো মহারানি আজকের দিনটা শুধুমাত্র তোমার❤❤❤
#Subrata_Das